Biplobi Barta

শুক্রবার, ২৪ জুলাই, ২০২০

বোনাস-বেতন নিয়ে টালবাহানা করলে, শ্রমিকদের চাকরিচ্যুত করলে দাঁতভাঙা জবাব দেয়া হবে।

সাভার রানা প্লাজার সামনে মানববন্ধন কর্মসূচি পালিত

গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র সাভার আশুলিয়া আঞ্চলিক কমিটির উদ্যোগে আজ সরকার নির্ধারিত সময়ের মধ্যে এক মাসের মূল মজুরির সমপরিমাণ ঈদ বোনাস ও জুলাই মাসের পূর্ণ বেতন পরিশোধ, ছাঁটাই-নির্যাতন-দমননীতি বন্ধ ও লে-অফ বা অন্য কোনোভাবে কারখানা বন্ধ না করে এবং চাকরিচ্যুত শ্রমিকদের চাকরিতে পুনর্বহালের দাবিতে আজ ২৪ জুলাই শুক্রবার বিকাল ৪ টায় সাভার রানা প্লাজার সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে সাভার আশুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি সাইফুল্লাহ আল মামুন সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সাভার আশুলিয়া আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক খাইরুল মামুন মিন্টু, আঞ্চলিক কমিটির নেতা মোঃ রফিক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সাজেদা বেগম সাজু, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র সাভার আশুলিয়া আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মনজুরুল ইসলাম মঞ্জু, রানা প্লাজা শ্রমিক ইউনিয়নের সভাপতি এমদাদুল ইসলাম  আশুলিয়া থানা সড়ক নির্মান শ্রমিক ইউনিয়নের সভাপতি নবীয়াল ফকির, আশুলিয়া থানা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের যুগ্ন সাধারণ সম্পাদক মামুন দেওয়ান।

মানববন্ধনে খাইরুল মামুন মিন্টু বলেন, সরকার করোনা পরিস্থিতির শুরুতেই শ্রমিকদের বেতন পরিশোধের জন্য সহজ শর্তে নামমাত্র সুদে ৫ হাজার কোটি টাকা গার্মেন্ট মালিকদের দিয়ে শ্রমিকদের চাকরিচ্যুত ও কারখানা লে-অফ করা হবে না বলে আশ্বাস দেয়। কিন্তু টাকা নেয়ার পরে বিশ্বাসঘাতকতা করে লক্ষাধিক শ্রমিককে চাকরিচ্যুত ও বেশকিছু কারখানা বন্ধ করা হয়েছে। আইনানুগ পাওনা দেয়া হচ্ছে না। পাওনা প্রাপ্তির আন্দোলন করার ফলে মামলা-হামলা, হয়রানি করা হচ্ছে। গ্রেফতার করে কারাগারে আটক রাখা হয়েছে। করোনা পরিস্থিতির সুযোগ নিয়ে আবারও রাষ্ট্রের কাছ থেকে ১০ হাজার কোটি পেতে উৎগ্রীব গার্মেন্ট মালিকরা।

নেতারা সরকার ও মালিকদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বোনাস-বেতন নিয়ে টালবাহানা করলে, শ্রমিকদের চাকরিচ্যুত করলে দাঁতভাঙা জবাব দেয়া হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন