Biplobi Barta

Monday, September 18, 2017

বকেয়া পাওনার দাবিতে বিজিএমইএ ঘেরাও

গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উদ্যোগে সাফায়ান টাওয়ার, সরিফপুর, মালেকের বাড়ী, পোষ্টঃ জাতীয় বিশ্ব বিদ্যলয়, গাজীপুর-১৭০৪ অবস্থিত ট্রেক্স টেক কোম্পানি লিমিটেড শ্রমিকদের আইনগত ও বকেয়া পাওনার দাবিতে ১৮ সেপ্টেম্বর ১০১৭ সোমবার বেলা ১১ টায় কাওরান বাজার, ঢাকা অবস্থিত বিজিএমইএ ঘেরাও কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঘেরাও কর্মসূচিতে বিজিএমইএ কর্মকর্তারা উদ্ধতন আচরন করলে প্রতিরোধ করে শ্রমিকরা । শ্রমিকদের প্রতিরোধের মুখে তারা বিরত হন এবং আগামী তিন দিনের মধ্যে সমাধানের আশ্বাস দেন। তিন দিনের মধ্যে সমাধান না করলে বিজিএমইএর সামনে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষনা করেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র ।উল্লেখ্যঃ কারখানার শ্রমিকরা ৬/৭ বছর যাবত অতি সৎ ও নিষ্ঠার সাথে স্থায়ী শ্রমিক হিসেবে চাকুরী করে আসছিল কারখানাটি শ্রমিকদের তিন মাসের বেতন বকেয়া রেখে বন্ধ করে দেয়, শ্রমিকরা পাওনার দাবিতে কারখানার গেইটে অবস্থান করতে থাকলে গত ৩১ আগস্ট ২০১৭ ইং তারিখ কারখানার ব্যবস্থাপনা পরিচালক মিঃ রাকেশ গত তিন মাসের বকেয়া বেতন, ওভার টাইম, এবং টারমিনেট বেনিফিট প্রদান করার কথা বলিয়া শ্রমিকদের কাছ হইতে বিভিন্য প্রকার লেখা-অলেখা কাগজে স্বাক্ষর এবং শ্রমিকদের আইডি কার্ড-হাজিরা কার্ড জমা রাখিয়া বিভিন্য প্রকার ভয়ভীতি-হুমকি ধামকি প্রদান করিয়া শুধু মাত্র ১ (এক) মাসের বকেয়া বেতন পরিশোধ করিয়া শ্রমিকদের কারখানা থেকে বের করে দেয় ।

No comments:

Post a Comment