চালসহ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার দাবিতে আজ ১৭ সেপ্টেম্বর ২০১৭ বিকালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ’র উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, দেশের মানুষ যখন বন্যায় আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছে, হাওরে ডুবে মানুষ সর্বশান্ত হয়ে আছে তখন চালের উর্ধ্বমূল্য কোনভাবেই মেনে নেওয়া যায় না। সমাবেশে বক্তারা অবিলম্বে চালের মূল্য সাধারণ মানুষের ক্রয়সীমার মধ্যে আনার দাবি জানান। নেতৃবৃন্দ অবিলম্বে সিন্ডিকেট ভেঙ্গে চালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমানোর পাশাপাশি কমদামে রেশনের মাধ্যমে দরিদ্র মানুষের মধ্যে চাল, ডাল ইত্যাদি সরবরাহের দাবি জানান। সমাবেশ নেতৃবৃন্দ বলেন, চালসহ দ্রব্যমূল্যর কমানোর দাবিতে পাড়ায়-মহল্লায় সভা, সমাবেশ অনুষ্ঠিত হবে।
সিপিবি ঢাকা কমিটির সভাপতি মোসলেউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি ঢাকা কমিটির সাধারণ সম্পাদক ডা. সাজেদুল হক রুবেল, সম্পাদকমণ্ডলীর সদস্য হাসান হাফিজুর রহমান সোহেল, বাসদ ঢাকা মহানগরের সদস্যসচিব জুলফিকার আলী, আহসান হাবিব বুলবুল, খালেকুজ্জামান লিপন।
সমাবেশে বক্তারা বলেন, সরকার-চাতাল মালিকরা বলছে যথেষ্ট চালের মজুত আছে। তাহলে কেন মোটা চালের দাম বাড়ানো হয়েছে। চালের দাম বাড়ার জন্য দায়ী খাদ্যমন্ত্রীর দ্রæত অপসারণ দাবি করে বক্তারা বলেন, খাদ্যমন্ত্রী চালের জন্য বিভিন্ন দেশ ঘুরে বেড়ালেও চালের দাম কমছে না। পার্শ্ববর্তী ভারতসহ বিভিন্ন দেশে চালের দাম বাংলাদেশের তুলনায় অনেক কম উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, চালের দাম বাড়িয়ে মুনাফাখোররা সাধারণ মানুষের পকেট কেটে নিচ্ছে। চালের দাম বাড়ার কারণে আজ এর প্রভাব পড়েছে সব জায়গায়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সিপিবি ঢাকা কমিটির সভাপতি মোসলেউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি ঢাকা কমিটির সাধারণ সম্পাদক ডা. সাজেদুল হক রুবেল, সম্পাদকমণ্ডলীর সদস্য হাসান হাফিজুর রহমান সোহেল, বাসদ ঢাকা মহানগরের সদস্যসচিব জুলফিকার আলী, আহসান হাবিব বুলবুল, খালেকুজ্জামান লিপন।
সমাবেশে বক্তারা বলেন, সরকার-চাতাল মালিকরা বলছে যথেষ্ট চালের মজুত আছে। তাহলে কেন মোটা চালের দাম বাড়ানো হয়েছে। চালের দাম বাড়ার জন্য দায়ী খাদ্যমন্ত্রীর দ্রæত অপসারণ দাবি করে বক্তারা বলেন, খাদ্যমন্ত্রী চালের জন্য বিভিন্ন দেশ ঘুরে বেড়ালেও চালের দাম কমছে না। পার্শ্ববর্তী ভারতসহ বিভিন্ন দেশে চালের দাম বাংলাদেশের তুলনায় অনেক কম উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, চালের দাম বাড়িয়ে মুনাফাখোররা সাধারণ মানুষের পকেট কেটে নিচ্ছে। চালের দাম বাড়ার কারণে আজ এর প্রভাব পড়েছে সব জায়গায়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন