আজ ১২ অক্টোবর,২০১৮ শুক্রবার
সকাল ১১ টায়, আশুলিয়া প্রেসক্লাব এর সামনে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরাম(এইচআরডি),
আদিবাসী যুব পরিষদ, পরায়নি শিল্পীগোষ্ঠী, বাংলাদেশ আদিবাসী সংগঠন এর উদ্যোগে সরকারি
চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণিসহ সকল নিয়োগে ৫% আদিবাসী কোটা বহাল রাখার দাবিতে
মানব বন্ধন কর্মসূচি পালন হয়।মানব বন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন আদিবাসী যুব
পরিষদ এর সভাপতি হরেন্দ্রনাথ সিং। মানব বন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ আদিবাসী
ফোরাম সাভার-নারায়ণগঞ্জ-গাজীপুর শিল্পাঞ্চল কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি বিভাষ
চাকমা, সহসভাপতি তপন চাকমা, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাংগঠনিক
সম্পাদক খাইরুল মামুন মিন্টু, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র সাভার আশুলিয়া
আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, ডাহার ধুলির সভাপতি নন্দলাল
কিস্কু, হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরাম(এইচআরডি) সদস্য নিরলা মার্ডী, পরায়নি
শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক ফ্যান্সি কিস্কু, সদস্য রিনা হাসদা প্রমুখ।
মানব
বন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশে
আদিবাসীরা এখনও অনগ্রসর ৷ সংবিধানে তাদের জন্য ৫% কোটার ব্যবস্থা রাখা হয়েছে ৷
কিন্তু এখন সেই কোটা বাতিল করার সুপারিশ করা হয়েছে৷ প্রধানমন্ত্রী অনগ্রসর
জনগোষ্ঠীর জন্য বিশেষ ব্যবস্থার কথা বলেছেন ৷ কিন্তু তা এখনও করা হয়নি ৷ আমরা
প্রধানমন্ত্রীর ওপর আস্থা রেখে বলছি, তিনি যে বিশেষ ব্যবস্থার কথা
বলেছেন, সেটা
যেন দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়িত হয় ৷ এখন বাংলাদেশে অনগ্রসর কোনো
জনগোষ্ঠী নেই৷ তিনি আদিবাসীদের কথা বিবেচনা না করে ঢালাওভাবে এই কথা বলেছেন ৷ আমরা
তার কথার তীব্র নিন্দা জানাই৷ আদিবাসীদের এখনও এমন কোনো অবস্থান তৈরি হয়নি যাতে
তাদের কোটার বাইরে রাখা যায় ৷ আদিবাসীরা এখনও অনগ্রসর ৷ তাদের জন্য এখনও কোটা
দরকার৷ আদিবাসী জনগোষ্ঠীর সাংবিধানিক অধিকার যেন লঙ্ঘিত না হয় সেজন্য
প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান বক্তারা।