Biplobi Barta

মঙ্গলবার, ২৮ মে, ২০১৯

পার্টির নিবেদিত প্রান ছিলেন কমরেড হজরত আলী


কমরেড হজরত আলী ১৯৫৭ সালের ১লা নভেম্বর, গাজীপুর জেলার কালীগঞ্জ থানার সুনাবো গ্রামে তিন ভাই তিন বোনের বাবা কাসম আলীর কৃষক পরিবারে জন্ম গ্রহণ করেন। ১৯৭৫ সাল থেকে গাজীপুরের বিসিক শিল্প এলাকায় চাকুরীর সুবাদে শ্রমিকদের সংগঠিত করার জন্য ট্রেড ইউনিয়ন আন্দোলনে যুক্ত হন। কমরেড হজরত আলী গাজীপুর বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রে’র সক্রিয় কর্মি ছিলেন। ১৯৮৫ সালে ধামরাই এর ইসলামপুর অবস্থিত মুন্নু সিরামিক্স কারখানায় ফায়ারিং সুপারভাইজার হিসেবে যোগদান করেন। শ্রমিকদের উপর সিমাহীন নির্যাতনের বিরেদ্ধে শ্রমিকদের সংগঠিত করে ১৯৯২ সালে মুন্নু সিরামিক্স কারখানায় আন্দোলন গড়ে তোলেন। কমরেড হজরত আলী ১৯৮৫ সাল থেকেই বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন।

কমরেড হজরত আলী সবার জন্য বাসযোগ্য ঢাকা চাই আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন, ২০০৮ সালে বাংলাদেশ কৃষক সমিতিতে যোগদান করে সাভার-ধামরায় এলাকার কৃষকদের সংগঠিত করে ফসলের ন্যায্য মূল্য আদায়,বিএডিসি, পল্লিবিদ্যুতের অনিয়ম দুর্নিতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন। 

কমরেড হজরত আলী বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি’র ধামরাই শাখার সম্পাদক ও সাভার উপজেলা কমিটির’র সদস্য এবং বাংলাদেশ কৃষক সমিতি’র সাভার-ধামরায় আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। 
কমরেড হজরত আলী গত ১৮ মে ২০১৯ শনিবার সকাল ৯,৩০ মিনিটে ঢাকার এক বেসরকারি হাসপাতালে মৃত্যবরণ করেন। মৃত্যকালে স্ত্রী, দুই মেয়ে, দুই ছেলে রেখে গেছেন। কমরেড হজরত আলীকে পার্টির শ্রদ্ধানিবেদন শেষে তার গ্রামের বাড়ী গাজীপুর জেলার কালীগঞ্জ থানার সুনাবো গ্রামে দাফন করা হয়।

লেখকঃ কেএম মিন্টু, সদস্য, সিপিবি ঢাকা কমিটি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন