Biplobi Barta

শনিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৯

‘অধিকার হারা মানুষের মুক্তির মিছিলে তুমি রবে অনন্তকাল’



আশুলিয়া থানা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের অর্থ সম্পাদক মোহাম্মদ শাহ আলম এর মৃত্যতে ২৩ ফেব্রুয়ারি ২০১৯, শনিবার  দুপুর ২ ঘটিকায়, দক্ষিণ গাজীর চট, আড়িয়ারা মোড়, নান্নু মিয়ার রিক্সা গ্যারেজে শোক ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
স্মরণ সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, কেন্দ্রীয় কমিটির নেতা শ্রমিক নেতা কাজী রুহুল আমীন, শ্রমিকনেতা ইদ্রিস আলী, সাভার-আশুলিয়া আঞ্চলিক কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শ্রমিকনেতা খাইরুল মামুন মিন্টু, সহ সভাপতি সাইফুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক শ্রমিকনেতা মঞ্জুরুল ইসলাম মঞ্জু, আশুলিয়া থানা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলতাব পারভেজ, সহ সাধারণ সম্পাদক মামুন দেওয়ান এবং মোহাম্মদ শাহ আলম বড় ছেলে মোহাম্মদ পাপন। স্মরণ সভায় সভাপতিত্ব করেন আশুলিয়া থানা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নে সভাপতি শ্রমিকনেতা আব্দুল মজিদ।
শ্রমিকনেতা মোহাম্মদ শাহ আলম ০১ জানুয়ারি ১৯৭১ সালে গাইবান্ধা জেলার ভগবানপুর গ্রামে জন্ম  গ্রহন করেন। মা-বাবা ও চার বোন নিয়ে অনেক কষ্টের সংসার ছিল শ্রমিকনেতা মোহাম্মদ শাহ আলমের। শ্রমিকনেতা মোহাম্মদ শাহ আলম স্থানীয় মাদ্রাসা থেকে দাখিল পাশ করে। ১৯৯৮ সালে পরিবারের হাল ধরার জন্য কাজের সন্ধানে ঢাকা চলে আসেন। অনেক চেষ্টা করে চাকুরী না পেয়ে তিনি রিক্সা শ্রমিকের কাজ শুরু করেন। বর্তমানে তার স্ত্রী মোছাঃ পিয়ারা বেগম ও চার ছেলে  এক মেয়ে নিয়ে আশুলিয়া এলাকার জামগড়ায় রিক্সা গ্যারেজ চালাতেন। আশুলিয়া থানা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন গঠন হওয়ার পর থেকে তিনি এই সংগঠনে কাজে নিয়মিত অংশগ্রহণ করে আসছিলেন। আশুলিয়া থানা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নে গত ২০১৭ সালের সম্মেলনে তিনি অর্থ সম্পাদকের দায়িত্ব পান।
শ্রমিকনেতা মোহাম্মদ শাহ আলম গত ১ লা ফেব্রুয়ারি ২০১৯, শুক্রবার, আশুলিয়ার জামগড়া নিজ রিক্সা গ্যারেজে থাকা অবস্থায় রাত্রি অনুমানিক ১১ টা ৪৩ মিনিটে বুকে ব্যাথা অনুভব করেন এবং কিছু বুঝে উঠার আগেই তিনি মৃত্যবরন করেন। পরে রাতেই তাকে গাইবান্ধা জেলার ভগবানপুর নিজ গ্রামে দাফন করা হয়।







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন