Biplobi Barta

মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৯

বর্ষীয়ান কমিউনিস্ট নেতা কমরেড জসীম উদ্দীন মণ্ডল-এর আজ দ্বিতীয় মৃত্যুবার্ষিকী ।

ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক, মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী, এ দেশের শ্রমিক আন্দোলনের কিংবদন্তী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা,
বর্ষীয়ান কমিউনিস্ট নেতা কমরেড জসীম উদ্দীন মণ্ডল-এর আজ দ্বিতীয় মৃত্যুবার্ষিকী ।
২০১৭ সালের ২ অক্টোবর ভোর ৬টায় রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় ৯৭ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।
কমরেড জসিম উদ্দিন মণ্ডল ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে পাকিস্তানের সামরিক শাসনবিরোধী আন্দোলন, মহান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এ দেশের শ্রমিক আন্দোলনে তাঁর ভূমিকা কিংবদন্তীর। দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। জেল-জুলুম-হুলিয়া কোনো কিছুকেই তিনি পরোয়া করেননি।
আজীবন বিপ্লবী কমরেড জসিম উদ্দিন মণ্ডল তরুণদের স্বপ্নের নায়ক। তিনি হাজার হাজার তরুণকে কমিউনিস্ট আদর্শ ও আন্দোলনে উদ্বুদ্ধ করেছেন। সহজ-সরল-সাবলীল অথচ অনলবর্ষী বক্তৃতায় তিনি সহজেই জনতাকে আকৃষ্ট করতেন। ৯০-এর দশকে কমিউনিস্ট আন্দোলন তীব্রভাবে আক্রান্ত হলে, তিনি আদর্শের ঝান্ডা নিয়ে বিলোপবাদীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে শ্রমজীবী-মেহনতি মানুষকে সংগঠিত করার কাজে তিনি আত্মনিয়োগ করেছিলেন।
কমরেড জসীম উদ্দীন মণ্ডলের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় কমিটি আজ ২ অক্টোবর, বুধবার, বিকেল ৫টায় পুরানা পল্টনের মুক্তিভবনে অবস্থিত মৈত্রী মিলনায়তনে স্মরণসভা আয়োজন করেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন