Biplobi Barta

Tuesday, April 23, 2019

মোমবাতি জ্বালিয়ে হতাহত ও নিখোঁজদের স্মরণ করেছেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র




সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির ছয় বছর পূরণ হচ্ছে আগামীকাল বুধবার। দিনটি সামনে রেখে আজ ২৩ এপ্রিল ২০১৯ মঙ্গলবার সন্ধ্যায় সাভারের ঘটনাস্থলে ১১৩৪ মোমবাতি জ্বালিয়ে হতাহত ও নিখোঁজদের স্মরণ করেছেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র সহ বিভিন্ন শ্রমিক সংগঠন, উদ্ধারকর্মী ও হতাহত শ্রমিকদের স্বজনরা।
আজ সন্ধ্যায় ওই ভবনের সামনে মোমবাতি জ্বালিয়ে এক মিনিট নীরবতা পালন করে নিহত কর্মীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। রানা প্লাজা ট্র্যাজেডিতে নিহত হন ১ হাজার ১৩৪ জন।

মোমবাতি প্রজ্বালনে আসা গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতা খাইরুল মামুন মিন্টু ও শ্রমিকরা রানা প্লাজার জমিটি শ্রমিকদের পুনর্বাসনের জন্য ব্যবহারসহ বেশ কিছু দাবি জানান। এর মধ্যে রয়েছে আহতদের আজীবন চিকিৎসা দেওয়া, ঘটনার দিনটিকে শোক দিবস ঘোষণা, হতাহত ও নিখোঁজ পরিবারের শিশুদের লেখাপড়া নিশ্চিত করা, দোষীদের সর্বোচ্চ শাস্তি প্রদান, আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত, আহত উদ্ধারকর্মীদের চিকিৎসা, স্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণ, হতাহত পরিবারের চিকিৎসা ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করা।

No comments:

Post a Comment