Biplobi Barta

রবিবার, ১২ নভেম্বর, ২০১৭

তাজরিন ফ্যাশনে ক্ষতিগ্রস্ত শ্রমিক ও শ্রমিক পরিবারের চার দফা দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

আজ ১২ নভেম্বর ২০১৭ ইং তারিখ রবিবার সকাল ১১ ঘটিকায় বাইপাইল, আশুলিয়া, সাভার, ঢাকা অবস্থিত  আশুলিয়া প্রেসক্লাবে তাজরিন ফ্যাশনে ক্ষতিগ্রস্ত শ্রমিক ও শ্রমিক পরিবারের চার দফা দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় । সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন তাজরিন ফ্যাশনের আহত শ্রমিক জরিনা বেগম, লিখিত বক্তব্য পাঠ করেন তাজরিন ফ্যাশনে আহত শ্রমিক সবীতা রানী, আরো উপস্থিত ছিলেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র সাভার-আশুলিয়া আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক খাইরুল মামুন মিন্টু, সাভার-আশুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি সাইফুল্লাহ আল মামুন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র সাভার-আশুলিয়া আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র সাভার-আশুলিয়া আঞ্চলিক কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাজাহান, সংবাদ সম্মেলনে আহত শ্রমিকরা বলেন, আগামী ২৪ নভেম্বর ২০১৭ ইং তারিখ আশুলিয়া’র নিসচিন্ত পুর অবস্থিত তাজরিন ফ্যাশন গার্মেন্টস কারখানায় অগ্নি কাণ্ডের ৫ বছর পূর্ন হতে চলেছে অথচ আমরা যাহারা আহত হয়ে ছিলাম তারা এখনো সুচিকিৎসা অভাবে প্রতি নিয়ত মারা যাচ্ছি । কর্মহীন হয়ে পড়ার কারনে অর্ধাহারে-অনাহারে দিন জাপন করছি এবং সন্তানেরা লেখা পড়া থেকে বঞ্চিত হচ্ছে অথচ আমরা বিভিন্ন্য মাধ্যমে জানতে পেরেছি আমাদের সহায়তার নামকরে দেশি-বিদেশি এনজিও এবং বিভিন্ন্য সংগঠন যে পরিমান সহযোগিতা সংগ্রহ করেছে কিন্তু আমরা সেই তুলনায় সহযোগিতা পাইনি গত ২৪ নভেম্বর ২০১২ ইং তারিখ যখন কারখানায় আগুন লাগে তখন আমরা প্রায় ২৫০০ জন শ্রমিক কর্মরত ছিলাম যার মধ্যে ১১৪ জন আগুনে পুড়ে নিহত হয়েছেন আর বাকি শ্রমিকরা কোন না কোন ভাবে জখম হয়েছে । জখম কৃত শ্রমিকদের সু-চিকিৎসা না পাওয়ার ফলে আমেনা বেগম সহ এরি মধ্য অনেকেই মারা গেছে বা অনেকেই মারা যাবেএত জন শ্রমিক হত্যা হলো এত জন শ্রমিক আহত হল অথচ তাজরিন ফ্যাশন গার্মেন্টস কারখানার মালিকের ও দায়ী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত হয়নি । সংবাদ সম্মেলনে শ্রমিকরা চার দফা দাবী উত্থাপন করেন ।
১। তাজরিন ফ্যাশনে আশেপাশে নিকটতম যে কোন স্থানে নিয়মিত মেডিক্যাল ক্যাম্প     স্থাপনের মাধ্যমে আহত শ্রমিকদের সু-চিকিৎসা নিশ্চিত করতে হবে ।
২। তাজরিন ফ্যাশনে ক্ষতিগ্রস্থ শ্রমিক ও শ্রমিকদের সন্তানের লেখাপড়া নিশ্চিত সহ ক্ষতিগ্রস্থ শ্রমিক-শ্রমিক পরিবারকে স্থায়ী ভাবে পূর্নবাসন করতে হবে ।
৩। তাজরিন ফ্যাশনে শ্রমিক হত্যাকন্ডে মালিক সহ দায়ী বেক্তিদের শাস্তি নিশ্চিত করতে হবে । সকল কারখানায় নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করতে হবে ।
৪। তাজরিন ফ্যাশনে ক্ষতিগ্রস্থ শ্রমিকদের সহায়তা দেওয়ার কথা বলে কার কাছ থেকে কত টাকা আনা হয়েছে এবং কাকে কত টাকা কি বাবদ দেওয়া হয়েছে তার হিসাব প্রদান করতে হবেসংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, তাজরিন ফ্যাশনে আহত শ্রমিক, নাছিমা আক্তার, আনোয়ারা, রেহেনা, হোস্নেয়ারা, ছুলাইমান, মিয়াজুল, জিকরুল, আকাশ, রওশনরা, মোর্সেদা, রবিন, ফাতেমা, ফারুক, ছালমা, পারভিন, ছোয়োদেত, রত্না, মুক্তা বানু, মোকাদ্দেস, আলেয়া, চাইনা, রাসিদা, শিউলি, রাজবানু, হালিমা, রুবেল আহম্মেদ, আলম, আঞ্জুয়ারা, রিমা আক্তার, আছমা আক্তার, রুমা বেগম, জাহেদা, রুপা খাতুন, নাটা বেগম, রিনা বেগম, বানু রানী, জহিরুল, সাথী আক্তার, মরিয়ম, মনির, সাইদ, আলম, আরিফুল, নয়ন, বিলকিছ, রাজিব, আছলিমা, মমতাজ, নাজমুল, শফিকুল, ফেন্সি, হাসান শেখ, শান্তনা বেগম, ইসমাতারা, শামছুনাহার, মোঃ মোহন আলী, রবিউল, নাসির, কামাল, মানিক, হালিমা, রিনা, খাদিজা, হাফিজুল, তালেব, নিলুফা, আসমা, উজ্জ্বল, সাথী, মঞ্জুরুল, রাবেয়া, ইয়াছমিন, অঞ্জলী রানী সহ আরো অনেকে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন