আজ ১৯ নভেম্বর ২০১৭ ইং তারিখ রবিবার, সকাল ১১ টায় আশুলিয়া প্রেসক্লাবে
আশুলিয়া থানা রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়ন এর প্রথম সম্মেলনে পতাকা উত্তোলন ও
বর্নাঢ্য র্যালী উনুষ্ঠিত হয় । সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ ট্রেড
ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির নারী বিষয়ক সম্পাদক আয়েশা ইসলাম,
উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন আলম পারভেজ, বক্তব্য রাখেন বাংলাদেশ
ট্রেড ইউনিয়ন কেন্দ্রের ঢাকা মহানগর কমিটির সহ সভাপতি ইদ্রিস আলী, বাংলাদেশ
ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাভার-আশুলিয়া আঞ্চলিক কমিটির ভারপ্রাপ্ত সভাপতি
খাইরুল মামুন মিন্টু, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাভার-আশুলিয়া
আঞ্চলিক কমিটির সহ সভাপতি সাইফুল্লাহ আল মামুন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন
কেন্দ্রের সাভার-আশুলিয়া আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম
মঞ্জু । বক্তারা বলেন এই আশুলিয়া অঞ্চলে অনুমানিক প্রায় ১লক্ষের বেশি
রিক্সা-ভ্যান অটো রিক্সা চালক আছে । অথচ রিক্সা-ভ্যান অটো রিক্সা চালকদের
প্রতিনিয়ত চাঁদাবাজি-হয়রানি ও নির্যাতনের সিকার হতে হচ্ছে । বর্তমানে
গার্মেন্টে পরিকল্পিত ভাবে পুরুষ শ্রমিক নিয়োগ বন্ধ থাকার কারনে বিলল্প কাজ
হিসেবে অনেকে রিক্সা-ভ্যান অটো রিক্সা চালকের কাজ বেছে নিয়েছেন । অথচ আমরা
দেখছি সরকার এই শ্রমিকদের বিকল্প কর্মসস্থান নিশ্চিত নাকরেই রিক্সা-ভ্যান
অটো রিক্সা চলাচলে বাধা প্রদান করছেন । রিক্সা-ভ্যান জাহারা চালায় আর
জাহারা চড়ে উভয়য়েই নিম্ন আয়ের মানুষ । রিক্সা-ভ্যান অটো রিক্সা চালকদের
অধিক প্রতিশ্রমের কাজ হওয়ার ফলে তাহারা নিয়মিত রিক্সা-ভ্যান অটো রিক্সা
চালাতে পারেননা ফলে তাদের অনেকেই অর্ধা হারে অনাহারে দিন জাপন করেন,
সন্তানের লেখা পড়া করাতে পারেননা, নিজে এবং পরিবারের কেও অসুস্থ্য হলে
চিকিৎসা নিতে পারেননা । অনেক রিক্সা-ভ্যান অটো রিক্সা চালক চিকিৎসার অভাবে
পঙ্গু জীবন জাপন করছেন । সম্মেলন থেকে নিম্ন ০৬ দফা দাবি উত্থাপন করা হয় ।
১। পুর্নবাসন না করে রিক্সা-অটো রিক্সা ও ভ্যান চলাচলে বাধা প্রদান বন্ধ করতে হবে ।
২। রিক্সা-অটো রিক্সা ও ভ্যান চালকদের পরিচয় পত্র, ড্রাইভিং লাইসেন্স প্রদান করতে হবে ।
৩। রিক্সা-অটো রিক্সা ও ভ্যান চালকদের উপর চাঁদাবাজি-হয়রানি ও নির্যাতন বন্ধ করতে হবে ।
৪। রিক্সা-অটো রিক্সা ও ভ্যান চলাচলের জন্য আলাদা লেন নির্মান করতে হবে ।
৫। রিক্সা-অটো রিক্সা ও ভ্যান চালকদের জন্য রেসনিং, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে ।
৬। রিক্সা-অটো রিক্সা ও ভ্যান চালকদের ভবিষ্য নিশ্চিত করার লক্ষে ভবিষ্য তহবিল গঠন ও বাধ্যতামূলক গ্রুপ বীমা চালু করতে হবে ।
সম্মেলনে আঃ মজিদ সভাপতি, আলম পারভেজ কার্ষকারি সভাপতি, মোঃ নান্নু মিয়া সহ সভাপতি, মঞ্জুরুল ইসলাম মঞ্জু সাধারণ সম্পাদক, মামুন দেওয়ান সহ সাধারণ সম্পাদক, মোঃ ফারুক হোসেন সাংগঠিক সম্পাদক, মোঃ মজনু মিয়া অর্থ সম্পাদক, মোঃ স্বপন মিয়া প্রচার সম্পাদক, মোঃ মস্তফা দফতর সম্পাদক, কেএম মিন্টু আইন ও দরকষাকোষী সম্পাদক, আলতাব হোসেন কার্ষকারী সদস্য, মোঃ সাইফুল ইসলাম কার্ষকারী সদস্য, শামিম সিকদার কার্ষকারী সদস্য মোট ১৩ সদস্য কমিটি নির্বাচিত হয় ।
১। পুর্নবাসন না করে রিক্সা-অটো রিক্সা ও ভ্যান চলাচলে বাধা প্রদান বন্ধ করতে হবে ।
২। রিক্সা-অটো রিক্সা ও ভ্যান চালকদের পরিচয় পত্র, ড্রাইভিং লাইসেন্স প্রদান করতে হবে ।
৩। রিক্সা-অটো রিক্সা ও ভ্যান চালকদের উপর চাঁদাবাজি-হয়রানি ও নির্যাতন বন্ধ করতে হবে ।
৪। রিক্সা-অটো রিক্সা ও ভ্যান চলাচলের জন্য আলাদা লেন নির্মান করতে হবে ।
৫। রিক্সা-অটো রিক্সা ও ভ্যান চালকদের জন্য রেসনিং, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে ।
৬। রিক্সা-অটো রিক্সা ও ভ্যান চালকদের ভবিষ্য নিশ্চিত করার লক্ষে ভবিষ্য তহবিল গঠন ও বাধ্যতামূলক গ্রুপ বীমা চালু করতে হবে ।
সম্মেলনে আঃ মজিদ সভাপতি, আলম পারভেজ কার্ষকারি সভাপতি, মোঃ নান্নু মিয়া সহ সভাপতি, মঞ্জুরুল ইসলাম মঞ্জু সাধারণ সম্পাদক, মামুন দেওয়ান সহ সাধারণ সম্পাদক, মোঃ ফারুক হোসেন সাংগঠিক সম্পাদক, মোঃ মজনু মিয়া অর্থ সম্পাদক, মোঃ স্বপন মিয়া প্রচার সম্পাদক, মোঃ মস্তফা দফতর সম্পাদক, কেএম মিন্টু আইন ও দরকষাকোষী সম্পাদক, আলতাব হোসেন কার্ষকারী সদস্য, মোঃ সাইফুল ইসলাম কার্ষকারী সদস্য, শামিম সিকদার কার্ষকারী সদস্য মোট ১৩ সদস্য কমিটি নির্বাচিত হয় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন