মা পেলেন শাড়ি, শ্রমিকরা সান্ত্বনা
--------------------------------------------------------------------------------------------
ভালো নেই শ্রমিক আমজাদ হোসেন কামালের
পরিবার। তিনি ছিলেন পরিবারের একমাত্র উর্পাজনক্ষম ব্যক্তি। আমজাদ মারা
যাওয়ার পর থেকে পরিবারে চলছে আর্থিক অনটন। নানা প্রতিকূল পরিস্থিতির মুখে
ছিন্নভিন্ন হয়ে পড়েছে আমজাদের পরিবার। মৃত্যুর আগে স্ত্রী জ্যোৎস্না ও একটি
ছোট পুত্র সন্তান ছাড়াও রেখে যান মা হালিমা বেগম, ছোট ভাই শান্ত ও তার
স্ত্রী এবং তিন বোন নাছরিন, ইয়াসমিন ও জিয়াসমিনকে।
বর্তমানে কামালের স্ত্রী জ্যোৎস্না
দ্বিতীয় বিয়ে করে স্বামীর সঙ্গে ঢাকায় বসবাস করছেন। সেই স্বামীর ঘরে
জ্যোৎস্নার আরো একটি ছেলের জন্ম হয়েছে আর কামালের ছেলে একটি স্কুলে পড়ালেখা
করছে।
কামালের মা হালিমা বেগম ছয় মাস হৃদরোগে
আক্রান্ত হয়ে অসুস্থ জীবনযাপন করছেন। এলাকার মানুষ ও বিভিন্ন জনের কাছ থেকে
সাহায্য তুলে বোন নাছরিনের বিয়ে দেয়া হয়ছে। ছোট দুই বোন ইয়াসমিন এবং
জিয়াসমিন পড়ালেখা করছে। তারা সবাই ফতুল্লায় হালিমা বেগমের দ্বিতীয় স্বামী
আশেক আলী প্রধানের বাড়িতে থাকে। আশেক আলীর আয়েই তাদের সংসার চলে। আশেক আলী
রড মিস্ত্রির কাজ করেন।
আর কামালের ছোট ভাই শান্ত তার স্ত্রীকে নিয়ে আলাদা সংসার করছেন।
মৃত্যুর তেরো বছর পরও কামালের পরিবার তার
হত্যার বিচার পায়নি। সবার কাছে পেয়েছে শুধু অবহেলা আর অবজ্ঞা। আর বছর ঘুরে
কামালের মৃত্যুবার্ষিকী এলেও কামালের মা হালিমা বেগম পেয়েছেন একটি সাদামাটা
শাড়ি এবং শ্রমিকরা পেয়েছেন সান্ত্বনার বুলি।
কামালের মা হালিমা বেগম বলেন, এখনো বিচার
পাইনি ছেলে হত্যার। বিচার দেখে যেতে পারবো কী না, তাও জানি না। ঘটনার পর
আমাদের তেমন ভাবে খোঁজ-খবর নেয়া হয় না। শুধু মৃত্যুবার্ষিকীর দিন কয়কেজন
শ্রমিক নেতা আসেন। আর সারা বছর কেউ কোন খবর নেন না। অন্য ছেলেদের কাজের
ব্যবস্থার জন্য বলেছিলাম, তাও করা হয়নি।
উল্লখ্যে ৩ নভেম্বর নারায়ণগঞ্জে শ্রমিক
অভ্যুত্থান দিবস। ২০০৩ সালের এ দিনে ফতুল্লার বিসিক শিল্প নগরীতে র্গামেন্ট
কারখানায় ৮ ঘণ্টা র্কম দিবস নির্ধারণ, ওভার টাইমের মজুরিসহ ১৮ দফা দাবিতে
শ্রমিকদের আন্দোলনে পুলিশ গুলি চালালে আমজাদ হোসেন কামাল নামের এক শ্রমিক
নিহত হয়। সুমি নামের এক নারী শ্রমিকসহ প্রায় র্অধশত গুলিবিদ্ধ
হয়েছিলেন। তবে দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন শ্রমিক সংগঠন নানান কর্মসূচি পালন
করবে বলে জানা গেছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন