Biplobi Barta

রবিবার, ২৭ আগস্ট, ২০১৭

বিজিএমইএ-এর কার্যালয় ঘেরাও

গাজীপুরের ডডি ফ্যাশন ওয়্যার লিমিটেড কারখানার প্রায় সাড়ে ছয়শত শ্রমিকের বকেয়া পাওনা পরিশোধে চুক্তিভঙ্গের কারণে দেশের তৈরি পোশাক শিল্প কারখানার মালিক সমিতি বিজিএমইএ-এর কার্যালয় ঘেরাও করেছে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। রোববার গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানান।
জয়নাল আবেদীন জানান, গাজীপুরের ডডি ফ্যাশন ওয়্যার লিমিটেড কারখানাটি গত ২৫ আগস্ট গাজীপুরের বড়বাড়ি থেকে চাঁনপাড়া বাসন সড়কে স্থানান্তর করা হয়। বকেয়া পাওনা পরিশোধের বিষয়ে মালিকপক্ষ তাদের অঙ্গীকার ভঙ্গ করে শ্রমিকদের অর্জিত ছুটির টাকা ও আসন্ন ঈদের বোনাস পরিশোধ না করে কারখানাটি স্থানান্তর করে। যার প্রতিবাদে গতকাল রোববার সকালে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতৃত্বে প্রায় পাঁচ শতাধিক শ্রমিক বিজিএমইএ ভবন ঘেরাও করে। ঘেরাও সমাবেশ থেকে অবিলম্বে শ্রমিকদের প্রাপ্য অর্জিত ছুটির টাকা এবং ঈদ বোনাস পরিশোধ করার দাবি জানানো হয়। একইসঙ্গে দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘেরাও অব্যাহত রাখার ঘোষণা দেয়া হয়। গতকাল রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত ঘেরাও কর্মসূচি অব্যাহত ছিল।
গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সহ-সভাপতি শ্রমিকনেতা জিয়াউল কবির খোকন-এর সভাপতিত্বে এবং ডডি ফ্যাশন ওয়্যার লি. কারখানার শ্রমিকনেতা ইমাম হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত ঘেরাও সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কার্যকরী সভাপতি শ্রমিকনেতা কাজী রুহুল আমিন, সাধারণ সম্পাদক শ্রমিকনেতা জলি তালুকদার, কেন্দ্রীয় নেতা সাদেকুর রহমান শামীম, জালাল হাওলাদার, কেএম মিন্টু, মঞ্জুর মঈন, জয়নাল আবেদীন, মোহাম্মদ শাজাহান, রফিকুল ইসলাম প্রমুখ।
সমাবেশে নেতারা বলেন, মালিকপক্ষ শ্রমিকদের পাওনা বঞ্চিত করার জন্য প্রতারণার আশ্রয় নিয়েছে। ঈদের ঠিক আগ মুহূর্তে তারা কারখানা স্থানান্তর করে শত শত শ্রমিককে বেকার করেছে। বছরের পর বছর যে শ্রমিকরা মাথার ঘাম পায়ে ফেলে মালিকের পুঁজি ও মুনাফার যোগান দিয়েছে আজ সেই শ্রমিকদের শূন্য হাতে বিদায় করার পাঁয়তারা চলছে। নেতারা বলেন, দেশের প্রচলিত আইন অনুযায়ী শ্রমিকদের যা পাওনা সেটা থেকে তাদের বঞ্চিত করা হলেও সংশ্লিষ্ট সরকারি দপ্তর নির্বিকার ভূমিকা পালন করছে। তারা অবিলম্বে শ্রমিকদের অর্জিত ছুটির পাওনা টাকা ও ঈদ বোনাস পরিশোধের দাবি আদায় না হলে কঠোর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন