Biplobi Barta

Wednesday, August 16, 2017

বিজিএমইএ ঘেরাও



উত্তরার দক্ষিন খানে অবস্থিত সোয়ান গার্মেন্ট লিঃ গাজীপুর জেলার কুনিয়া বড়বাড়ি অবস্থিত ডডি এক্সপোর্টওয়ার লিঃ এর শ্রমিকদের বকেয়া বেতনের দাবিতে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উদ্যেগে ১৬ আগস্ট বুধবার সকাল ১১টা থেকে বিজিএমইএ ঘেরাও কর্মসূচি পালন করে ।



No comments:

Post a Comment