সাভার
রানা প্লাজার নিহত শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানাতে অক্টোবর বিপ্লব শতবর্ষ উদযাপন
জাতীয় কমিটির অর্ন্তভূক্ত প্রগতিশীল শ্রমিক সংগঠনসমূহের উদ্যোগে আজ ২০ অক্টোবর
সকাল ১১ টায় প্রচন্ড বৃষ্টির মধ্যে সাভার রানা প্লাজার সামনে রানা প্লাজা
হত্যাকান্ডে নিহত শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানানো হয় ।
প্রচন্ড প্রতিকূল আবহাওয়ার মধ্যে সাভার রানা প্লাজার সামনে আয়োজিত শ্রদ্ধান্জলি
অনুষ্ঠানে বক্তব্য রাখেন অক্টোবর বিপ্লব
শতবর্ষ উদযাপন জাতীয় কমিটির শ্রমিক সংগঠনসমূহ এর আহবায়ক ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন
ফেডারেশন এর সভাপতি শ্রমিক নেতা শাহ আতাউল ইসলাম, গার্মেন্ট শ্রমিক ঐক্য ফোরাম এর সভাপতি মোশরেফা মিশু,
গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক জলি তালুকদার, সমাজতান্ত্রিক
শ্রমিক ফ্রন্ট এর দপ্তর সম্পাদক খালেকুজ্জামান লিপন, গার্মেট শ্রমিক সংহতির সভা
প্রধান তসলিমা আক্তার লিমা, জাতীয় গণতান্ত্রিক শ্রমিক ফেডারেশন এর আহবায়ক শামীম ইমাম, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন এর কেন্দ্রীয় নেতা রাজু আহম্মেদ, গার্মেন্ট শ্রমিক ট্রেড
ইউনিয়ন কেন্দ্রের সাংগঠিক সম্পাদক খাইরুল মামুন মিন্টু, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সাভার-আশুলিয়া-ধামরাই
শিল্পান্চল কমিটির সভাপতি সৌমিত্র কুমার দাস, গার্মেন্ট শ্রমিক গণ সংহতির সাংগঠনিক
সম্পাদক আমিনুল ইসলাম শামা, গার্মেন্ট শ্রমিক ঐক্য ফোরাম
সাভার-ধামরাই আঞ্চলিক কমিটির আহবায়ক শাহ্ আলমস । গণ সংগীত পরিবেশনা করেন বাংলাদেশ
উদীচী শিল্পী গোষ্ঠী সাভার শাখা । উল্লেখ্য আজ ২০
অক্টোবর আশুলিয়া ফ্যান্টাসি কিংডমের সামনে শ্রমিক সমাবেশ হওয়ার কথা থাকলেও শেষ
মূহুর্তে সম্পূর্ন ফ্যাসিস্ট কায়দায় পুলিশ সমাবেশের অনুমতি প্রদান করে নাই। সমাবেশ
থেকে সরকারের এই অগনতান্ত্রিক ও স্বৈরাচারি আচরনের তীব্র নিন্দা জানানো হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন