Biplobi Barta

বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০১৭

“বিদ্যুৎ এ ইউনিটে ১টাকা ৫৬ পয়সা কমানো সম্ভব”


"কম খরচে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পিত উদ্যোগ নিলে ২০১৫-১৬ সালে কমপক্ষে ৭৮৪৪ কোটি টাকা সাশ্রয় করা যেতো। বিদ্যুৎ এর উৎপাদন ব্যায় কমতো ইউনিট প্রতি ১'৫৬ টাকা।"
আজ ৫ অক্টোবর ২০১৭, ঢাকায় বিদ্যুৎ এর মূল্যহার পরিবর্তনের ওপর(দাম কমানোর আবেদনের ওপর) অনুষ্ঠিত গনশুনানীতে এ তথ্য উত্থাপন করেন জ্বালানি বিশেষজ্ঞ ড.এম শামসুল আলম। 
এই প্রস্তাবের সমর্থনে বক্তব্য রাখেন রাজনীতিক মুজাহিদুল ইসলাম সেলিম, অর্থনীতিবিদ ড.এম এম আকাশ, বিশিষ্ট বুদ্ধিজীবী সৈয়দ আবুল মকসুদ, স্থপতি মোবাশ্বের হোসেন, রাজনীতিক রুহিন হোসেন প্রিন্স, সাইফুল হক, জোনায়েদ সাকী,নজরুল ইসলাম সহ চেম্বার ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ।
শুনানীতে বিইআরসি'র চেয়ারম্যান মনোয়ারুল ইসলাম সহ কমিশনের সদস্যবৃন্দ, পিডিবিসহ অন্যান্য কোম্পানীর উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 
গনশুনানীতে পিডিবি'র প্রতিনিধি মিজানুর রহমান তার লিখিত বক্তব্যে বলেন,'ব্যায়ে অন্তর্ভূক্ত বিদ্যুৎ উন্নয়ন তহবিল বাবদ ০'২৬ টাকা,ভর্তুকির সুদ বাবদ ০'২১ টাকা,১৩২ কেভি লেভেলে গ্রাহক সিংগেল বায়ার এর অধীনে অন্তর্ভূক্ত করলে ০'৮ টাকা অর্থাৎ ০'৫৫ টাকা বিইআরসি কর্তৃক সমন্নয় করলে এবং সরকার ঘোষিত ৪৩০০ কোটি টাকা ভর্তুকি পাওয়া গেলে হ্রাসকৃত মূল্যে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে।"
অন্যান্য বক্তারা অবিলম্বে পিডিবি'র বিদ্যুৎ উৎপাদনে জ্বালানী তেলের দাম সমন্নয়, রেন্টাল- কুইক রেন্টাল এ দেওয়া গ্যাস সরকারী খাতের প্লান্ট গুলোতে সরবরাহ, কম খরচের প্রকল্প স্বচ্ছতার সাথে গ্রহন,দূর্নীতি- অপচয় বন্ধ করে সরকারী খাতকে প্রধান্য দিয়ে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করে বিদ্যুৎ এর দাম কমানোর দাবী জানান। 
বক্তারা গত ৮ দিনের গনশুনানীতে উত্থাপিত বিভিন্ন কোম্পানীর দূর্নীতির তদন্ত, মন্ত্রনালয়ের প্রভাবমুক্ত ভাবে বিইআরসির সিদ্ধান্ত গ্রহন ও বাস্তবায়নের দাবী জানিয়ে বলেন, এটি না হলে বিইআরসি তার কার্য়কারিতা হারাবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন