লিখেছেন : অভিনু কিবরিয়া ইসলাম
র্যাডক্লিফের কামড় তখনো বসেনি আমাদের মানচিত্রে,
প্রাণপনে কয়লা ঠেলতো বয়লারে জসিম মণ্ডল
বাষ্প ইঞ্জিনের কাল ধোঁয়া চিনতো না বর্ডার
ইস্টিশন কত দূর
কমরেড?
মাঝরাতে হুঁইসেল
বাজে স্লোগানের তালে
জসিম মণ্ডল শিখে
যায় জীবনের গণিত ও বিজ্ঞান
একবার দাঙ্গায়
পথরোধ করে উন্মত্ত খুনিরা
জসিমের রেলগাড়ি; ইঞ্জিনে বগিতে ভীতসন্ত্রস্ত অসহায়
মানুষ
মণ্ডল ভুলে যায়
তার জাত পরিচয় ঠিকানা পরিবার গোত্র সমাজ
প্রাণপনে বয়লারে
ঠেলে কয়লা ও আগুন
জীবনের রেলগাড়ি
ছুটে যায় দুরন্ত গতিতে
খুঁজে নেয়
নিরাপদ অঞ্চল
যারা ভুলে গেছিল
তারা হিন্দু অথবা মুসলিম নয়
কিংবা রক্ত
মাংসের পিণ্ড নয় কেবল
প্রাণ পেয়ে তারা
খুঁজে পায় মনুষ্যজীবন।
সেই যে শিখেছিল
মণ্ডল জগতের অঙ্ক ও বিজ্ঞান।
তুলেছিল প্রশ্ন, জমিনের মালিক কে?
বুঝেছিল দস্তখত
লিখে হয় না ভাগ্যের বদল
জেনেছিল ভাঙিতেই
হইবে এই সমাজ
চিনেছিল সেই
স্টেশন যেখানে গেলে একদিন
খুঁজে পাওয়া
যাবে না একটাও অনাহারী শিশু।
এরপর চলে গেছে
বহুবছর,
লড়কে লেঙ্গে
পাকিস্তান থেকে ইয়ে আজাদি ঝুটা হ্যায়
আমরি বাংলা ভাষা
থেকে জয় বাংলা স্লোগান
বুট, বেয়নেট, মার্শাল ল, রিমাণ্ড, কারাগার
গণতন্ত্র মুক্তি
পাক থেকে লুটেরা নিপাত যাক
জসিম মণ্ডল
সবখানে মিলিয়েছে চেনা অঙ্ক।
না, জসিম মণ্ডল মাইনে পাওয়া মাস্টার নয়
দু'দশটা ডিগ্রি জমা হয় নাই তার কাঁধের
ঝোলাতে।
অথচ জসিম
মণ্ডলের রেলগাড়ি যেখানেই গেছে
উত্তর দক্ষিণ
পশ্চিমে পূর্বে
বস্তি কারখানা
মেথরপট্টি বেশ্যালয়
রেসকোর্স, ফাইভ স্টার, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়
সব হয়ে উঠেছে
জসিমের পাঠশালা।
টোকাই ভিখিরি
মেথর মুচি কামার কুমোর
চাষী মজুর হকার
সেলসম্যান রিকশাওয়ালা
চাকুরে আমলা
ব্যবসায়ী
নেতা মেম্বার
চেয়ারম্যান এমপি মন্ত্রী
ভার্সিটির ছাত্র
কিংবা পিএইচডিধারী অধ্যাপক
সকলে নিয়েছে
জসিম মণ্ডলের গণিতের পাঠ
নব্বই বছরের
বৃদ্ধ থেকে বছর দশেকের শিশু
তন্ময় হয়ে
শুনেছে তার সরল বিজ্ঞান-সূত্র।
কয়লার ইঞ্জিন আজ
নাই
মস্কো পিকিং-এও
আজ বুলেট ট্রেন চলে
ঢাকায় আসতেছে
মেট্রো রেল
পঁচানব্বুই বছরে
যে স্টেশন খুঁজেছে জসিম মণ্ডল
আজও তা বহুদূরে
জসীমের ইঞ্জিনের
কয়লা ফুরিয়ে যাচ্ছে আইসিইউ-তে
ইস্টিশন আর
কতদূর কমরেড?
একদিন আমরাও
হয়তো থেমে যাব মাঝপথে অথবা না,
কিন্তু তোমার
অঙ্ক তোমার বিজ্ঞান বলে জসিম মণ্ডল,
তোমার রেলগাড়ি
ঠিকই পোঁছুবে কাঙ্ক্ষিত স্টেশনে
তুমি সেদিন
স্টেশন মাস্টার হয়ে
দূর থেকে উঠিও
লাল পতাকা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন