Biplobi Barta

শুক্রবার, ২০ অক্টোবর, ২০১৭

হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির নামে জুলুম বন্ধ ও পূর্বের হোল্ডিং ট্যাক্স বহাল রাখার দাবি


- বিক্ষোভ সমাবেশে যুব ইউনিয়ন
সিটি কর্পোরেশন কর্তৃক এ্যাপার্টমেন্ট ও বসতবাড়ীর অস্বাভাবিক ও মাত্রাতিরিক্ত হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির নামে জুলুম বন্ধ ও পূর্বের হোল্ডিং ট্যাক্স বহাল রাখার দাবি জানিয়েছেন। 
আজ ২০ অক্টোবর শুক্রবার বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ যুব ইউনিয়নের অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াৎ। বক্তব্য রাখেন, যুবনেতা গোলাম রাব্বী, শরিফুল আনোয়ার সজ্জন, আনোয়ার হোসেন, এমআর খান জিতু, মাহবুব আলম পিয়াস, ছাত্রনেতা দীপক শীল প্রমুখ। 
সমাবেশে যুবনেতা সেকেন্দার হায়াৎ বলেন, আমরা নাগরিক সেবা থেকে বঞ্চিত। ঢাকা শহর এখনও বসবাসযোগ্য করা যায়নি। অথচ ট্যাক্স বেড়েই চলছে। তিনি আরও বলেন, এমনিতে মূল্যবৃদ্ধির অত্যাচারে মানুষের নাভিশ্বাস। এরপর অস্বাভাবিক হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি হলে বাড়ীঘর ছেড়ে সাধারণ মানুষকে চলে যেতে হবে। 
সমাবেশে বক্তারা বলেন, আমরা আশা করি সরকার সহৃদয়ের সাথে নগরবাসীর কথা চিন্তা করে হোল্ডিং ট্যাক্স বাড়ানো বন্ধ করবে। আর জনদূর্ভোগ বাড়াবে না। বক্তারা আরো বলেন, সিটি কর্পোরেশন দাবি না মানলে আগামীতে ঘেরাওসহ নানামুখী কর্মসূচি গ্রহণ করা হবে। 
সমাবেশে নেতৃবৃন্দ চাল মরিচসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম যে আকাশচুম্বী তা কমিয়ে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনার দাবি জানান। 
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরানা পল্টনে গিয়ে শেষ হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন