Biplobi Barta

সোমবার, ১৬ অক্টোবর, ২০১৭

উপাচার্যরা চাইলেই নির্বাচন দিতে পারেন


——— রুহিন হোসেন প্রিন্স
উপাচার্যরা চাইলেই ছাত্র সংসদ নির্বাচন দিতে পারেন বলে আমি মনে করি। সরকারের যদি অন্য কোনো উদ্দেশ্যও থাকে তবু বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলে এ নির্বাচন দিতে পারে।

দীর্ঘদিন ডাকসুসহ অন্য ছাত্র সংসদগুলোতে নির্বাচন নেই। তাই উপাচার্যদের পক্ষ থেকে এখন ছাত্র সংসদের কথা শুনলে সেটি ‘লিফ সার্ভিস’ মনে হয়। বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি রুহিন হোসেন প্রিন্স বাংলাদেশ প্রতিদিনকে এসব কথা বলেন। প্রিন্স আরও বলেন, যারা ক্ষমতায় থাকে তারা সাধারণত ছাত্র সংসদ নির্বাচন দিতে ভয় পায়। বিশ্ববিদ্যালয় প্রশাসন মনে করে, নির্বাচনে অন্য কেউ জিতে গেলে জাতীয় নির্বাচনে এর প্রভাব পড়বে। এটা হবে ক্ষতিকর। সরকার কী মনে করবে না করবে ভেবে উপাচার্যরাই এসব মনে করেন। এটা দেশের কালচার হয়ে গেছে। এখন উপাচার্যরা আর শিক্ষাবিদ নেই।
তারা সরকারের পার্ট হয়ে গেছেন। সিপিবির কেন্দ্রীয় কমিটির এ সদস্য বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে দেখি ক্ষমতাসীনদের ছত্রচ্ছায়ায় স্থানীয়রা প্রভাব বিস্তার করে। ছাত্র সংসদ নির্বাচিত হলে এটি হবে না। ছাত্র সংসদ নির্বাচনে ছাত্ররা ভোট দিয়ে তাদের গ্রহণযোগ্য ব্যক্তিকে নির্বাচিত করবে। তাই তারা এক্ষেত্রে উদ্যোগী হয় না। শিক্ষকরাও এ ব্যাপারে দৃঢ় কোনো ভূমিকা পালন করেন না। রাষ্ট্রপতি সৎ উদ্দেশে ডাকসুসহ সব ছাত্র সংসদ নির্বাচনের ব্যাপারে বলেছেন। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে দেখা গেছে কেউ সত্ভাবে কিছু করতে চাইলেও দুর্বৃত্তায়নের কারণে সেটি সম্ভব হয়ে ওঠে না। রুহিন হোসেন প্রিন্স বলেন, আমি মনে করি অচিরেই এ নির্বাচন দেওয়া উচিত। কারণ, দীর্ঘদিন এ নির্বাচন না থাকায় এমন খারাপ এক নিদর্শন হচ্ছে যা আমাদের সামগ্রিক রাজনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে। ছাত্রছাত্রীরাও অনেক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন